সর্বশেষ :

সাতকানিয়ায় ৩ তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা


মারুফ, চট্টগ্রাম
নভেম্বর ১৪, ২০২৪ । ৫:৪৩ অপরাহ্ণ
সাতকানিয়ায় ৩ তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে বিএসটিআই লাইন্সেন্স ছাড়া মার্ক/লোগো ব্যবহার করায় এর বিএসটিআই আইন ২০১৮ সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সাতকানিয়া উপজেলার, কানু পুকুর সংলগ্ন বেকারী, আনু ফকিরের দোকান ও রামপুরে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়।

এসময় বিএসটিআই লাইন্সেন্স ছাড়া মার্ক/লোগো ব্যবহার করায় এর বিএসটিআই আইন ২০১৮ সংশ্লিষ্ট ধারায়, নজির বেকারী কে ১০ হাজার, এস এ ফুড কে, ২৫ হাজার টাকা, নিউ ঢাকা বেকারী কে ১০ হাজার টাকা, ৩টি মামলায় সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এ অভিযান নেতৃত্ব দেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড অফিসার,বিএসটিআই মো: খাইরুল ইসলাম,পুলিশ বাহিনির সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন,বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে উপজেলার, কানু পুকুর সংলগ্ন বেকারী, আনু ফকিরের দোকান ও রামপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।বিএসটিআই আইন ২০১৮ সংশ্লিষ্ট ধারায়, তিন প্রতিষ্ঠানকে  ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সকল পাইকারি ও খুচরা দোকানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০