সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হাসান।
এছাড়া শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ, সহ-সভাপতি এম এ কাসেম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. নুরুল হকসহ অন্যান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে পরিবার পরিকল্পনার এই দীর্ঘমেয়াদি পদ্ধতির গুরুত্ব তুলে ধরে এর মাধ্যমে জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :