চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়নের হাজীর পাড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাই মোবাইলসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন লোহাগাড়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান ও থানার এসআই শরিফুল ইসলাম (পিপিএম বার)। অভিযানে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে হাজীর পাড়ার বিভিন্ন বাড়িঘরে তল্লাশি চালিয়ে মোট ১০টি চোরাই মোবাইল সেট, ১২টি দেশীয় ধারালো অস্ত্র, গাঁজা, ইয়াবা, ফয়েল পেপার এবং দেশীয় মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন: মোহাম্মদ হোছন (৪০), সাতকানিয়া উপজেলার বোয়ালিয়া পাড়ার মৃত আবুল হোসন’র ছেলে; আমিনুল ইসলাম (৪৫), একই উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মৃত জিয়াবুল হক’র ছেলে; কামাল উদ্দীন (৪০), পিতা আবদুল শুক্কুর; এবং মোঃ এরশাদ (২১), পিতা রফিক উদ্দীন। শেষোক্ত দুজনের বাড়ি বড়হাতিয়া ইউনিয়নের হাজীর পাড়ায়।
লোহাগাড়া সেনা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর এই অভিযান সফলভাবে পরিচালনা করা হয়। এ সময় ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
এদিকে, লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :