বগুড়ার কাহালু উপজেলার ডেপুইল গ্রামে মর্মান্তিক এক ঘটনার অবতারণা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ২৫ বছর বয়সী জুলেখা খাতুন তার চার বছরের মেয়ে মুশফিকাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয়রা জানিয়েছেন, জুলেখার স্বামী আব্দুল মমিন সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। দুপুরে স্ত্রী ফোন না ধরায় তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান। প্রতিবেশীরা জুলেখার বাড়িতে গিয়ে দরজা বন্ধ পান। জানালা দিয়ে দেখেন, জুলেখার ঝুলন্ত দেহ ঘরের তীরের সঙ্গে বাঁধা এবং বিছানায় পড়ে আছে মুশফিকার নিথর দেহ।
খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জুলেখার স্বামী জানিয়েছেন, তার স্ত্রী ছিলেন অতিরিক্ত রাগী এবং মেয়েকে প্রায়ই শাসন করতেন। পারিবারিক অশান্তি থেকে এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) ওমর আলী এবং কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন। তদন্ত চলছে, এবং পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করে যাচ্ছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :