চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে অবস্থিত রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপির একটি প্রতিনিধিদল নিয়ে এই আকস্মিক সফর করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এ সাক্ষাতে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
আমন্ত্রণের ভিত্তিতে চায়ের আড্ডার আড়ালে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি শায়রুল কবির।
এ বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এমন সময়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো, যখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই বৈঠকের বিষয়বস্তু নিয়ে মুখ খোলেনি।
বিশ্লেষকদের ধারণা, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে। তবে এই বিষয়ে বিএনপি বা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :