সর্বশেষ :

ভারতীয় সংবাদমাধ্যমের মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ নৌপরিবহন মন্ত্রণালয়ের


অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৪ । ১২:২০ অপরাহ্ণ
ভারতীয় সংবাদমাধ্যমের মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ নৌপরিবহন মন্ত্রণালয়ের
সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল “এই মুহূর্তে ডটকম” থেকে প্রকাশিত একটি মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “এই মুহূর্তে ডটকম” প্রকাশিত ‘দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দিল পাকিস্তানি চর মোল্লা ইউনুসের আরও তিন উপদেষ্টা’ শীর্ষক সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। এতে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বঙ্গবন্ধুর ছবি সরানোর কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো বিবৃতি প্রদান করা হয়নি।

নৌপরিবহন মন্ত্রণালয় আরও জানায়, এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে, যা অনৈতিক ও অগ্রহণযোগ্য। মন্ত্রণালয় সংশ্লিষ্ট নিউজ পোর্টালকে এই ভুয়া সংবাদ প্রত্যাহার করে সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনুশীলন করার আহ্বান জানায়।

এই ধরনের ভিত্তিহীন প্রতিবেদন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে উল্লেখ করে মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০