ভারতের বিহারে বেআইনি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
গোপন সূত্রে তথ্য পেয়ে বুধবার (১৩ নভেম্বর) রাতে বিহারের তারাপুরে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ, তাদের সঙ্গে ছিল স্থানীয় পুলিশ ও বিহার পুলিশের এসটিএফ।
অভিযানে একটি খাবারের থালা তৈরির কারখানার নিচে লুকানো একটি কুঠুরি থেকে বেআইনি অস্ত্র তৈরির কারখানার খোঁজ মেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই গোপন ঘরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছিল। সেখান থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। বেআইনি অস্ত্র কারখানার মালিক মহম্মদ মোনাজির হুসেন এবং তার শ্যালক মহম্মদ নাসিমকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে ৬টি ৭ এমএম পিস্তলের যন্ত্রাংশ, ৬টি পিস্তলের বাট, ড্রিলিং মেশিন এবং বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধার করা হয়েছে। পুলিশের সন্দেহ, এই অবৈধ কারখানার সাথে আরও কেউ জড়িত থাকতে পারে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :