সর্বশেষ :

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কোটচাঁদপুরে র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প


কোটচাঁদপুর সংবাদদাতা
নভেম্বর ১৪, ২০২৪ । ৬:৪৮ অপরাহ্ণ
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কোটচাঁদপুরে র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প
সংগৃহীত ছবি

সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার -প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের সেবাদান করা হয়।

সকালে কোটচাঁদপুর আঁখ সেন্টারের পাশে মুকুল খালেদা ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে, পরে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।

অসিম কুমার কৃষ্ণর সঞ্চালনায় এবং সেনা সদস্য মো. সিরাজুল ইসলামের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডা. শ্রী তাপস কুমার বিশ্বাস ও ডা. তুহিন।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, সাংবাদিক, পল্লী চিকিৎসক, কৃষক, দিনমজুর, ব্যবসায়ীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় ডায়াবেটিস রোগের গুরুত্ব, প্রতিরোধ এবং সচেতনতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়, যা উপস্থিত সুধীজনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০