সর্বশেষ :

প্রথম দেখা হওয়ার স্মরণে স্ত্রীর জন্য গান বানিয়ে চমকে দিলেন জাকারবার্গ


অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৪ । ৪:১৮ অপরাহ্ণ
প্রথম দেখা হওয়ার স্মরণে স্ত্রীর জন্য গান বানিয়ে চমকে দিলেন জাকারবার্গ
সংগৃহীত ছবি

ব্যস্ত জীবনেও স্ত্রী প্রিসিলা চ্যানকে খুশি করার জন্য নানা অভিনব উপায় বেছে নেন ফেসবুক ও মেটার সিইও মার্ক জাকারবার্গ। মাঝে মাঝেই তাঁর এইসব কাণ্ড নেট দুনিয়ায় আলোচনার ঝড় তোলে। এবার সেই ধারাবাহিকতায় একটি বিশেষ উদ্যোগ নিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন তিনি।

বুধবার (১৩ নভেম্বর), প্রিসিলার সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনটি উদযাপন করতে একটি গান প্রকাশ করেছেন মার্ক। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্ক এবার ২০০০ সালে লিল জন অ্যান্ড দ্য ইস্ট সাইড বয়েজের জনপ্রিয় গান ‘গেট লো’-এর নতুন সংস্করণ প্রকাশ করেছেন। এই গানটি তিনি নিজে নতুন করে লেখেন এবং জনপ্রিয় গায়ক টি-পেইনের সঙ্গে গেয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি গানটি প্রকাশ করেন, যেখানে নিজের ও প্রিসিলার তরুণ বয়সের ছবিও যুক্ত করেছেন।

জাকারবার্গ পোস্টে লেখেন, “কলেজের এক পার্টিতে প্রথমবার প্রিসিলাকে দেখার সময় ‘গেট লো’ গানটি বাজছিল। সেই স্মৃতিতে প্রতি বছর ডেটিং অ্যানিভার্সারিতে আমরা গানটি শুনি। তবে এইবার, টি-পেইনের সঙ্গে এই গানের আমাদের সংস্করণ করলাম।” গানটি এখন স্পটিফাইতে ‘জি-পেইন’ নামে পাওয়া যাচ্ছে।

প্রিসিলা চ্যানও মজা করে মন্তব্য করেন, “এখন আর ২১ বছর আগের মত পার্টি করতে পারি না, তবে এই গান আমাদের সেই সময়ের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেল।”


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০