নওগাঁ জেলার পোরশা ও সাপাহার উপজেলার মধ্যবর্তী স্থান আলাদিপুরে অবস্থিত দারুল হুদা সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে ৫২তম খতমে বুখারী অনুষ্ঠান ২০২৪ আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় এ অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ শায়েখ নোমান আলী হাফিযাল্লাহূ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল্লাহ ফারুক, যিনি বাংলাদেশ আহলে হাদিসের সভাপতি এবং মাদ্রাসাতুল হাদিস নাজিরবাজার, ঢাকার অধ্যক্ষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান মাওলানা মোঃ আইনুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোঃ আব্দুল ওহাব লালবাগী। প্রধান অতিথি ছাত্রদের মুখে হাদিসের দ্বিতীয় অধ্যায়ের শেষ খণ্ড শ্রবণ করেন এবং এই আয়াতের উপর বিশদ আলোচনা করেন। তিনি ছাত্রদের ইসলামিক জীবনাদর্শ অনুসরণে প্রেরণা জোগান এবং দ্বীনের পথে অবিচল থাকার জন্য উপদেশ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মাওলানা মোঃ আইনুল হকও বক্তব্য রাখেন এবং ধর্মীয় নির্দেশনা প্রদান করেন। মাদ্রাসার ৪০ জন দারে হাদিস এবং ১২ জন হাফেজকে টুপি, পাঞ্জাবি, পাজামা সহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে সভাপতির সমাপনী বক্তব্যে বিদায়ী ছাত্রদের দ্বীনের পথে অবিচল থেকে ইসলামের প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান এবং মাদ্রাসার সকলের জন্য উন্নতির দোয়া করেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :