গত এক মাসে তারল্য সংকটে ভুগতে থাকা সাতটি দুর্বল ব্যাংককে মোট ৬,৫৮৫ কোটি টাকা সহায়তা দিয়েছে দেশের সবল ৯টি ব্যাংক। তবে এ সহায়তা দুর্বল ব্যাংকগুলোর চাহিদার তুলনায় কম। তারল্য সংকট মোকাবিলায় এই সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তিনি জানান, সংকটে থাকা ব্যাংকগুলোর সহায়তায় এগিয়ে এসেছে সবল ব্যাংকগুলো। এর ফলে আর্থিক অস্থিরতা কাটিয়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করছে এই ঋণ সহায়তা।
সাতটি ব্যাংকের মধ্যে ইসলামি ব্যাংক সর্বাধিক সহায়তা পেয়েছে, যার পরিমাণ ২,০৯৫ কোটি টাকা। এর পরে রয়েছে সোশ্যাল ইসলামি ব্যাংক, যা পেয়েছে ১,১৭৫ কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক পেয়েছে ১,০০০ কোটি টাকা এবং গ্লোবাল ইসলামি ব্যাংক ২৯৫ কোটি টাকা। এছাড়া ন্যাশনাল ব্যাংক পেয়েছে ৯২০ কোটি, এক্সিম ব্যাংক ৭০০ কোটি এবং ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি টাকা।
সোনালী ব্যাংক এককভাবে সবচেয়ে বেশি ৩,০০০ কোটি টাকা সহায়তা দিয়েছে। এছাড়া সিটি ব্যাংক ১,২৯৫ কোটি টাকা, পূবালী ব্যাংক ৫০০ কোটি টাকা, শাহজালাল ইসলামী ব্যাংক ৪০০ কোটি টাকা এবং ডাচ্-বাংলা ব্যাংক ৪০০ কোটি টাকা সহায়তা প্রদান করেছে। ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকও বিভিন্ন পরিমাণে সহায়তা করেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গত ১১ নভেম্বর ১৭টি বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেখানে তিনি দুর্বল ব্যাংকগুলোকে আরও তারল্য সহায়তা প্রদানে সবল ব্যাংকগুলোকে উৎসাহিত করেন।
গভর্নর জানান, আর্থিক অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে সংকটে পড়া ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে এ ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি। এর পাশাপাশি, সময়মতো এসব ব্যাংকের কাঠামোগত সংস্কার ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে। তবে ইসলামি ব্যাংকগুলোকে এ সহায়তা দেওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে, ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, সংকটে থাকা ব্যাংকগুলোকে ইতিমধ্যেই ৫,৫৮৫ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনা করে এই সহায়তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
এই তারল্য সহায়তা দেশের ব্যাংকিং খাতকে পুনরুদ্ধারের পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :