আজ ১৪ নভেম্বর, সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার।” ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) দিনটিকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে, যা ২০০৭ সাল থেকে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে প্রস্তাব গৃহীত হয় এবং এরপর থেকে বাংলাদেশে বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের পথ সুগম হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ডায়াবেটিসের ঝুঁকি থেকে নিজেকে রক্ষায় জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অপরিহার্য। তিনি বাংলাদেশে এই দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানান।
অন্যদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডায়াবেটিসকে প্রতিরোধযোগ্য ও নিয়ন্ত্রণযোগ্য রোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের প্রকোপ কমানো সম্ভব এবং এর শারীরিক জটিলতা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরি।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :