দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জয়া আহসান তার অভিনয় দক্ষতা এবং চরিত্রে ভিন্নতা প্রদর্শনের জন্য সবসময়ই প্রশংসিত। ঢালিউড থেকে টালিউডের দর্শক মুগ্ধ করার পর এবার বলিউডেও নিজের জায়গা পাকা করে নিচ্ছেন এই অভিনেত্রী। সর্বশেষ পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে ‘কড়ক সিং’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় তার সহ-অভিনেত্রী ছিলেন দক্ষ মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভোথু।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে পার্বতী বলেন, “জয়া একজন অসাধারণ অভিনেত্রী। আমরা শুটিংয়ের সময় চমৎকার মুহূর্ত কাটিয়েছি। ভবিষ্যতে তার সঙ্গে আরও কাজ করার ইচ্ছে আছে।” পার্বতীর এই মন্তব্যে খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয়া এবং পার্বতীকে ধন্যবাদ জানিয়েছেন।
দক্ষিণের প্রভাবশালী অভিনেত্রী হলেও বলিউডে তেমন দেখা যায় না পার্বতীকে। তিনি আক্ষেপ করে বলেন, “বলিউডে কাজ করার ইচ্ছা থাকলেও ডাক পাই না। আমি তো হিন্দি সিনেমা করতে চাই, কিন্তু আমাকে ডাক না দিলে কিছু করার নেই।” নিজের হিন্দি ভাষার দক্ষতার কথা উল্লেখ করে পার্বতী জানান, বাবার চাকরির সূত্রে উত্তর ভারতীয়দের সঙ্গে যোগাযোগ থাকায় ছোটবেলা থেকেই হিন্দি শিখেছেন তিনি।
জয়া ও পার্বতীর এমন সহ-অভিনয় দুই ইন্ডাস্ট্রির দর্শকদের কাছেও বেশ উৎসাহের জায়গা তৈরি করেছে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :