সর্বশেষ :

ছাত্র আন্দোলনের সংগ্রামী আব্দুল্লাহ শেষ পর্যন্ত হার মানলেন জীবনযুদ্ধে


মেহেদি, ঢাকা
নভেম্বর ১৪, ২০২৪ । ৪:৪৭ অপরাহ্ণ
ছাত্র আন্দোলনের সংগ্রামী আব্দুল্লাহ শেষ পর্যন্ত হার মানলেন জীবনযুদ্ধে
সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে চিরবিদায় নিলেন সোহরাওয়ার্দী কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি ২০১৯-২০ সেশনের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি যশোরের বেনাপোলে। দরিদ্র কৃষক পরিবারের তিন ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন আব্দুল্লাহ। তার বাবা কৃষিকাজ করে সংসার চালাতেন।

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশ নিয়ে রাজপথে ছিলেন আব্দুল্লাহ। সে দিন সন্ধ্যা ৭টার দিকে তাতীবাজার মোড়ে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। গুলিটি তার কপালের মাঝ বরাবর বিদ্ধ হয়ে গভীর ক্ষত তৈরি করে, তবে সেদিন কিছুক্ষণের জন্য তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন।

গুলিবিদ্ধ হওয়ার পর দুই-তিন ঘণ্টা রাস্তায় পড়ে থাকেন আব্দুল্লাহ। পরে তাকে প্রথমে মিডফোর্ট হাসপাতালে ও এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিন ঘণ্টার অপারেশনের পর তার সুস্থতার আশ্বাস দিলেও, কিছুদিন পর যশোরে গিয়ে প্রচণ্ড মাথা ব্যথায় কষ্ট পান তিনি। এরপর ফের তাকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসকরা মস্তিষ্কে সংক্রমণের কথা জানান এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দেন।

বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় ২১ আগস্ট তাকে সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ (১৪ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল্লাহ। তার জানাজা আজ বাদ মাগরিব ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০