সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদে বিদেশ ফেরতদের পুনর্বাসন ও নিরাপদ অভিবাসন নিয়ে ব্র্যাক কর্তৃক আয়োজিত একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল মতিন। সভার সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মো. নুর মিয়া এবং সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাইকো-সোশ্যাল কাউন্সিলর শাওন রায় ও প্রোগ্রাম অর্গানাইজার সাজেদা বেগম।
এছাড়াও ইউপি সচিব বকুল মালাকার, সহকারী শিক্ষক ইসলাম উদ্দিন, ইউপি সদস্য অজিত কুমার দাশ, গিয়াস আহমদ, আখল আলী, নাসির উদ্দিন, হালাল আহমদ, সালহে আহমদ এবং ইউপি সদস্যা রিনা বেগম ও আনোয়ারা বেগমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বিদেশগামী ও বিদেশ ফেরত ব্যক্তিদের নিরাপদ অভিবাসন প্রক্রিয়া, পুনর্বাসন এবং সুরক্ষার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্র্যাকের পক্ষ থেকে “প্রত্যাশা (২)” নামক একটি পরিকল্পনা তুলে ধরা হয়, যেখানে বিদেশগামীদের সচেতনতা বৃদ্ধি এবং বিদেশ ফেরতদের কর্মসংস্থানে সহযোগিতা দেওয়ার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
সভায় অংশগ্রহণকারীরা অভিবাসন প্রক্রিয়াকে আরও নিরাপদ ও কার্যকর করার জন্য ব্র্যাকের উদ্যোগের প্রশংসা করেন। বিদেশ ফেরতদের পুনর্বাসনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে তাদের ইতিবাচক অবদান নিশ্চিত করতে এমন উদ্যোগ আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :