সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
নভেম্বর ১৪, ২০২৪ । ৭:০৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

আনন্দঘন পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১:৩০ টায় কলেজ মাঠে আয়োজন করা হয় এক সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এবং নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান এবং তাদের বই পড়ার প্রতি আগ্রহী হওয়ার পরামর্শ দেন। বিশেষ অতিথি জেলা প্রশাসক জিপিএ-৫ এর চেয়ে সৎ মানুষ হয়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন।

অধ্যক্ষ প্রফেসর ড. মোজাহারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিশ্বকে আলোকিত করার আশাবাদ ব্যক্ত করেন। অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে “হেড, হার্ট এবং হ্যান্ড” এর সংমিশ্রণে শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবার মনে আনন্দ ও উচ্ছ্বাসের জোয়ার তুলেছিল।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০