যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) ওভাল অফিসে অনুষ্ঠিত এই সাক্ষাতের আগে ট্রাম্প ফ্লোরিডার বাসভবন থেকে একটি গাড়িবহর নিয়ে ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করেন। তার পর, ওভাল অফিসে পৌঁছানোর আগে কিছু রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেন তিনি।
বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের ঐতিহ্য অনুযায়ী বাইডেন নতুন প্রেসিডেন্ট ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।
গত জুনের প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম তাদের মুখোমুখি দেখা হলো। সেই বিতর্কের পর বাইডেন চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন, যা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছিল।
আপনার মতামত লিখুন :