ভালো বীজে ভালো ফলন, ধানই প্রাণ, ধানই জীবন -এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাওর এলাকায় দুর্যোগ সহনীয় জলবায়ু পরিবর্তন-অভিযোজিত কৃষির চর্চা ও প্রচার প্রকল্প মানসম্মত বোরো ধানের ভিত্তি বীজ কৃষকের হাতে তুলে দেয়ার লক্ষে দিনব্যাপী বীজমেলা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) উপজেলার সদরপুর আরপিডব্লিউএস এর কার্যালয়ে এনজিও সংস্থা পদ্মার আয়োজনে ও এসেড হবিগঞ্জ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন এনজিও সংস্থা পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরপিডব্লিউএসের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস, প্রকল্প কর্মকর্তা জুলফিকার আলী সিকদারসহ প্রমুখ।
ওরিয়েন্টেশনের পর উপজেলার জয়কলস ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৪০ জন কৃষককে এবং প্রকল্পের বাইরে ২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ৫৪০ কেজি উচ্চ ফলনশীল ধানবীজ বিতরণ করা হয়।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :