সর্বশেষ :

রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


রাজশাহী সংবাদদাতা
নভেম্বর ১৩, ২০২৪ । ২:৪৫ অপরাহ্ণ
রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সংগৃহীত ছবি

উৎসাহ ও উদ্দীপনায় জাঁকজমকপূর্ণ পরিবেশে রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের উদ্যোগে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় নগরীর সিটি হাট এলাকায় কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি তরফদার মো: আক্তার জামীল। বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক সভাপতি ইসহাক মন্ডল এবং দর্শনপাড়া কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক শাহারুল ইসলাম বাহার। সূচনা বক্তব্য রাখেন কলেজের ভূগোল বিভাগের সিনিয়র প্রভাষক মো: আব্দুল ওয়াদুদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মাহবুবুল আহসান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষক মারেফিন হাসনাত খান। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হুমায়ূন কবির, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে মামুন তালহা জোবায়ের এবং নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে মো: সারোয়ার জাহান আল ফাহাদ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিগত বছরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নবীনদের বরণ শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা সবার মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার বইয়ে দেয়।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০