ময়মনসিংহের ভালুকায় মাদকদ্রব্য সহ বাংলা টিভির ভালুকা প্রতিনিধি খোরশেদ আলম জীবন কে আটক করেছে মডেল থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ নভেম্বর (মঙ্গলবার) রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড় কাশর তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। খোরশেদ আলম জীবন ওই এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। ১৩ নভেম্বর (বুধবার) তাকে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানা ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড় কাশর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক মামলা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :