অভিনেত্রী শবনম ফারিয়া, যিনি কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মতামত প্রকাশে সরব, সম্প্রতি একটি ভুয়া স্ট্যাটাসকে ঘিরে আলোচনায় আছেন। এই স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে,
“হাসিনা সরকারের আমলে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি।”
স্ট্যাটাসটি নিয়ে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছিল। অবশেষে বুধবার (১৩ নভেম্বর) ফারিয়া তাঁর নিজস্ব পেজে সেই ভুয়া পোস্টের স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি নিয়ে কথা বলেছেন।
ফারিয়া তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, তিনি গত তিনদিন ধরে অসুস্থ এবং কোনো রাজনৈতিক পোস্ট দেননি। তিনি সাফ জানিয়ে দেন যে, এই পোস্টটি সম্পূর্ণ এডিট করা এবং এটি তাঁর কোনো বক্তব্য নয়। তিনি হতাশা প্রকাশ করে বলেন, “আপনাদের অবস্থা এত খারাপ যে, এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে।”
তাছাড়া তিনি এও জানান, গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছেন, তাতে রাজনৈতিক চাপও ছিল। তিনি স্পষ্টভাবে বলেন, অন্যদের মতো ‘তেল মেরে’ সুবিধা পাননি এবং সাহসের সঙ্গে নিজের বক্তব্য তুলে ধরার মানসিকতাও রাখেন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :