পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় ভয়াবহ শুট আউটের ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাউ নিহত হয়েছেন। বুধবার, নৈহাটিতে উপনির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন এই হামলার ঘটনা ঘটে।
নিহত অশোক সাউ ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, অশোক সাউ স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন। ঠিক সেই সময় একদল দুস্কৃতকারী সেখানে ঢুকে তাঁকে লক্ষ করে গুলি চালায়। তাঁর দেহে চারটি গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার অশোক রাজোরিয়া। এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং এই হত্যাকাণ্ড ঘিরে ভাটপাড়া অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। তবে এই শুট আউটের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য নাকি ব্যক্তিগত বিরোধ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকাবাসী এ ঘটনার দ্রুত বিচার দাবি করেছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :