সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই মন্ত্রণালয় দপ্তর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়েছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ফেসবুকে এক পোস্টে এ দাবি করেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী।
শিবলী তার পোস্টে লিখেছেন, “সোমবার যাদের মাথার ওপর শেখ মুজিবের ছবি দেখেছেন, তাদের জানার জন্য বলছি, ফারুকী আজ সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলেছেন।”
তার মতে, দায়িত্বপ্রাপ্ত ফারুকী এ কাজে সচিবালয়ের মধ্যে প্রথম ব্যক্তি।
শিবলী আরও বলেন, “ফারুকী নানা বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া একজন ব্যক্তি। সংস্কৃতি মন্ত্রণালয় পরিচালনায় তার যোগ্যতা রয়েছে। অতীতে তিনি ফ্যাসিবাদবিরোধী কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেছেন।”
শিবলী মনে করেন, ফারুকী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তরুণদের মাঝে সাহস যুগিয়েছিলেন।
এদিকে, বঙ্গভবনের দরবার হল ছাড়াও সচিবালয়ের আরও কিছু দপ্তর থেকেও সোমবার ও মঙ্গলবার বঙ্গবন্ধুর ছবি সরানোর খবর পাওয়া গেছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :