সর্বশেষ :

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাগেরহাটে মিডিয়া ফেলোশীপ ঘোষণা


মিরাজুল, বাগেরহাট
নভেম্বর ১৩, ২০২৪ । ৪:১৯ অপরাহ্ণ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাগেরহাটে মিডিয়া ফেলোশীপ ঘোষণা
সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্থানীয় উদ্যোগ ও চাহিদা বৃদ্ধির লক্ষ্যে মিডিয়া ফেলোশিপ-২০২৪ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে বাগেরহাট জেলার বাঁধন মানব উন্নয়ন সংস্থার জেলা কার্যালয়ে এ ফেলোশিপ ঘোষণা করা হয়।

বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এই আয়োজন করা হয় এবং বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ওরিয়েন্টেশন সভার মাধ্যমে ফেলোশিপ প্রক্রিয়া শুরু হয়।

ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন। উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা, যারা উপকূলীয় এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছেন।

এই ফেলোশিপের মূল লক্ষ্য হলো, উপকূলীয় জেলা বাগেরহাটে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রতিরোধে স্থানীয় সংস্থানগুলোকে কার্যকরভাবে কাজে লাগানো এবং জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণে গুরুত্বারোপ করা। ফেলোশিপ প্রক্রিয়া ১৩ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে, এবং ৩০ নভেম্বর অংশগ্রহণকারী ৭ জন সাংবাদিককে পুরস্কৃত করা হবে।

ফেলোশিপের আওতায় সাংবাদিকদের যেসব বিষয় বিবেচনায় নিয়ে প্রতিবেদন করতে হবে তা হলো: উপকূলীয় এলাকায় পানি সংকট ও সমাধানের উপায়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিকল্প জীবিকায়ন কর্মসূচিতে বাজেট বরাদ্দ, জলবায়ু সুবিচার আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠান, পানির সঙ্কট মোকাবিলায় PSF (Pond Sand Filter) -এর বর্তমান অবস্থা, অভ্যন্তরীণ মাইগ্রেশন রোধে টেকসই বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা, জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের স্বাস্থ্যঝুঁকি, প্লাস্টিক দূষণ প্রতিরোধে সরকারের পদক্ষেপ, সবুজ উদ্যোক্তা তৈরির সম্ভাবনা, এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার।

এই ফেলোশিপ প্রক্রিয়া স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের আরও সক্রিয়ভাবে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০