সর্বশেষ :

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের অংশগ্রহণ না করা নিয়ে বিসিসিআই-এর লিখিত ব্যাখ্যা চায় পিসিবি


অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৪ । ৩:২৭ অপরাহ্ণ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের অংশগ্রহণ না করা নিয়ে বিসিসিআই-এর লিখিত ব্যাখ্যা চায় পিসিবি
সংগৃহীত ছবি

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ভারতীয় ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পাকিস্তান সফরে যেতে অপারগতার কথা জানিয়ে দিয়েছে। এ সিদ্ধান্তের পর ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই ভারতীয় দল পাকিস্তানে না যাওয়ার বিষয়ে বিসিসিআই-এর লিখিত ব্যাখ্যা চেয়েছে তারা।

সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যমে বলা হয়েছে, ভারতকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ভাবছে পিসিবি। এমনকি ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনো ধরনের ক্রিকেটীয় সম্পর্ক স্থাপনের বিষয়েও ভাবছে না পাকিস্তান। এক সরকারি মুখপাত্র জানায়, ভারত পাকিস্তানে না আসা পর্যন্ত তাদের সঙ্গে কোনো টুর্নামেন্টে অংশ নেবে না পাকিস্তান। এমনকি বিষয়টি আইনি ও অলিম্পিকের ক্ষেত্রেও গুরুত্ব পাচ্ছে।

সম্প্রতি, ২০৩৬ অলিম্পিক আয়োজনের ইচ্ছা প্রকাশ করে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে (আইওসি) চিঠি পাঠিয়েছে ভারত। আর এতে পাকিস্তান সরকার আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টকে রাজনীতিকরণের অভিযোগ তুলে ধরার পরিকল্পনা করছে। একই ধারায় পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিসিসিআই-এর কাছ থেকে ভারতীয় দলের পাকিস্তানে না যাওয়ার লিখিত কারণ জানতে চেয়ে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে।

পিসিবি চায় যে বিসিসিআই তাদের পাকিস্তানে না আসার কারণ লিখিতভাবে জানাক, যেন এই তথ্যের ভিত্তিতে পাকিস্তান সরকার ও আইন উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করতে পারে। ক্রিকেট পাকিস্তান ওয়েবসাইটের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য তারা প্রতিটি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় এবং অন্যান্য দলগুলো ইতোমধ্যেই পাকিস্তানে আসতে সম্মতি জানিয়েছে। নিরাপত্তা ইস্যুতে ভারতের আপত্তিকে মেনে নিতে নারাজ পিসিবি, কারণ সম্প্রতি ইংল্যান্ডসহ বেশ কয়েকটি সিরিজের সফল আয়োজন করেছে তারা।

একটি সূত্র উল্লেখ করেছে, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানালে এবং আইসিসি যদি তা মেনে নেয়, তবে ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নিতে পারে পিসিবি।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০