স্কাউটিং করব, সমৃদ্ধ বাংলাদেশ গড়ব -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার বিকেলে বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউ্টস কাহালু উপজেলা কমিটির আয়োজনে ৮ম উপজেলা কাব স্কাউট ক্যাম্পুরী এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা শিক্ষা অফিসার কাজী মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা, মেরিনা আফরোজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা রিসার্স সেন্টারের কর্মকর্তা ছায়েদুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার জহুরুল আলম, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম, কাহালু তাইরুন্নেছা (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন প্রামানিক, বাংলাদেশ স্কাউ্টস কাহালু উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাবেক সম্পাদক আব্দুল হান্নান, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, ৮ম উপজেলা কাব স্কাউট ক্যাম্পুরীর চিফ মো. মকবুল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
উক্ত ৮ম উপজেলা কাব স্কাউট ক্যাম্পুরীতে ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :