সর্বশেষ :

উত্তরাখণ্ডে ট্রাক-গাড়ি সংঘর্ষে ৬ পর্যটক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু


সুজন, ভারত
নভেম্বর ১৩, ২০২৪ । ১:২৭ অপরাহ্ণ
উত্তরাখণ্ডে ট্রাক-গাড়ি সংঘর্ষে ৬ পর্যটক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
সংগৃহীত ছবি

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ শিক্ষার্থী। বন্ধুবান্ধব মিলে পাহাড়ে ঘুরতে গিয়ে এই মর্মান্তিক ঘটনার শিকার হন তাঁরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাতে দেরাদুনে একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দেরাদুনের ওএনজিসি অফিসের কাছে এক সজোর ধাক্কায় গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। রক্তে ভেসে যায় ঘটনাস্থল।

স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা ৬ জনকে মৃত ঘোষণা করেন, যাঁদের মধ্যে ২ জন ছাত্রী ছিলেন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে মহন্ত ইন্দ্রিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, মৃত শিক্ষার্থীরা দিল্লি ও হিমাচল প্রদেশের বাসিন্দা ছিলেন এবং পাহাড়ি অঞ্চলে ঘুরতে এসেছিলেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও, সকালের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০