সর্বশেষ :

নতুন চলচ্চিত্র নিয়ে আসছেন দেবলীনা বিশ্বাস


বিনোদন প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৪ । ১:৫২ অপরাহ্ণ
নতুন চলচ্চিত্র নিয়ে আসছেন দেবলীনা বিশ্বাস
সংগৃহীত ছবি

এবার পুরোপুরি থ্রিলার মোড়কে আসছে নতুন ছবি “ফেডিং শ্যাডো”৷ প্রকাশিত ছবির ছবির নাম ও স্টার কাস্ট৷ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবলীনা বিশ্বাস৷ ছবিতে দেবলীনা বিশ্বাসের বিপরীতে রয়েছেন অভিনেতা জ্যামি ব্যানার্জি, সৈকত দাস, অভিরুপ চৌধুরী।

ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক সৌমভ ব্যানার্জি। ছবিতে জ্যামি ব্যানার্জি কে দেখা যাবে পুলিশ অফিসার এর চরিত্রে।

অন্যদিকে অভিনেত্রী দেবলীনা বিশ্বাস কে দেখা যাবে একটি ভিন্ন ধরনের চরিত্রে। পুরোপুরি থ্রিলারের মোড়কে তৈরি হবে এই ছবি।

এর আগে অভিনেত্রী দেবলীনা বিশ্বাসকে দেখা গিয়েছে “আলাপ” ছবিতে।

অভিনেত্রী দেবলীনা বিশ্বাস জানান, থ্রিলার, সাসপেন্স এর মধ্যে দিয়ে পুরো গল্পটা তৈরি হয়েছে। আমার চরিত্রটা খুব সাহসী একটা চরিত্র। বহুদিন থেকে এই ধরনের ছবিতে অভিনয় করার ইচ্ছা ছিল। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

পরিচালক সৌমভ ব্যানার্জি জানান, ছবির গল্পের প্রতিটি মোড়কে টুইস্ট রয়েছে। রহস্যের মধ্যে দিয়ে ছবির গল্প এগিয়ে যাবে। এই ছবিতে দেবলীনা, জ্যামি, সৌকত, অভিরুপ দারুন দারুন চরিত্রে রয়েছে। প্রতিটি চরিত্রের আলাদা শেডস আছে, তাদের ব্যাকগ্রাউন্ড আছে। থ্রিলার গল্প হিসাবে দর্শকদের মনে দাগ কাটবে এই টুকু বিশ্বাস আছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০