ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলায় মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে এক ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।
জানা যায়, ডিব্রুগড়-তিনসুকিয়া বাইপাসের পানিতলার কাছে একটি নির্মীয়মাণ কালভার্ট থেকে গাড়িটি নালায় পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত গাড়িটিতে বিহার থেকে আসা পরিবারের ৬ জন সদস্য ছিলেন, যারা তিনসুকিয়ার বরডুবিতে একটি বিয়েতে যোগ দিতে এসেছিলেন। ভোর ৪টায় ডিব্রুগড়ের বাণীপুর রেলস্টেশন থেকে বরডুবির উদ্দেশে রওনা দেওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং আহতদের চিকিৎসার জন্য আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে গভীর দুঃখের সঞ্চার হয়েছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :