আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ফিফটির পর দ্রুত চার উইকেট হারিয়ে চাপে থাকা অবস্থায় মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদের দৃঢ় পারফর্মেন্সে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৭৫ রান। মিরাজ ৫০ এবং মাহমুদউল্লাহ ৫৮ রানে ব্যাট করছেন।
সোমবার (১১ নভেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে আসে ৫৩ রান। তবে সৌম্য ২৩ বলে ২৪ রান করে আউট হলে চাপ তৈরি হয়।
এরপর তানজিদও ১৯ রান করে আউট হন। শান্তর বদলে একাদশে জায়গা পাওয়া জাকির হোসেনও ৪ রানে রান আউট হলে মাত্র ৫ রানের ব্যবধানে তিনটি উইকেট হারায় বাংলাদেশ।
পঞ্চম উইকেটে মিরাজের সঙ্গে হৃদয়ের জুটি প্রত্যাশিত ছিল, তবে হৃদয় ১৪ বলে ৭ রান করে রশিদ খানের বলে আউট হন। এরপর অভিজ্ঞ মাহমুদউল্লাহর সঙ্গী হয়ে দলের হাল ধরেন অধিনায়ক মিরাজ। দুজনের ব্যাটিংয়ে ভর করে চাপে থাকা বাংলাদেশ আবারও খেলার নিয়ন্ত্রণ নেয়। মাহমুদউল্লাহ ৬৩ বলে এবং মিরাজ ১০৬ বলে ফিফটি পূর্ণ করেন, যার ফলে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে যায় ১৬০ রানের কোটা ছাড়িয়ে।
এই দুই অভিজ্ঞ ব্যাটারের পারফর্মেন্সে বাংলাদেশ এখন বড় সংগ্রহের দিকে এগোচ্ছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :