সর্বশেষ :

ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে সতর্কবার্তা রিজভীর


অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৪ । ১:২১ অপরাহ্ণ
ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে সতর্কবার্তা রিজভীর
ফাইল ছবি

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ বিষয়ে সতর্কতা জারি করেন।

রিজভী বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল আমার সই জাল করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি স্পষ্ট করেন যে, বিজ্ঞপ্তিটি তার স্বাক্ষরযুক্ত নয় এবং বিএনপির দপ্তর থেকে কোনো গণমাধ্যমে পাঠানো হয়নি।

বিবৃতিতে তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের এই ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ জানান এবং এ ধরনের প্রতারণামূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০