সর্বশেষ :

ফারুকীকে অভিনন্দন জানিয়ে যা বললেন তিশা


অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৪ । ১২:১৮ অপরাহ্ণ
ফারুকীকে অভিনন্দন জানিয়ে যা বললেন তিশা
সংগৃহীত ছবি

অবশেষে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

ফারুকীর পাশাপাশি উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন আরও দুজন—প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন। নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে ফারুকীর শপথের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তাকে অভিনন্দন জানান অভিনেত্রী ও স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। ভিডিওটি পোস্ট করে তিশা লিখেছেন, “নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।” শপথের সময় ফারুকী কালো পাঞ্জাবি, পায়জামা এবং ক্যাপ পরে ছিলেন এবং তার সঙ্গে ছিলেন তিশা।

তিশার পোস্টের মন্তব্যে ও বিভিন্ন সামাজিক মাধ্যমে ফারুকীকে অভিনন্দন জানাচ্ছেন অনুরাগীরা এবং সহকর্মীরা। নির্মাতা স্বপন আহমেদ, খিজির হায়াত খান, রাশীদ পলাশ, গৌতম কৈরী ও সংগীতশিল্পী এলিটাসহ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন ফারুকীকে। দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাটকে বিশেষ অবদান রেখে প্রশংসা কুড়িয়েছেন এই ‘ডুব’ ও ‘টেলিভিশন’ নির্মাতা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান এবং পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। এর পরিপ্রেক্ষিতে, গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০