নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী নিয়ে ২৯ বছর আগে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রখ্যাত পরিচালক সুভাষ দত্ত। সেই সময় ছবির নাম ভূমিকায় অভিনয়ের জন্য চিত্রনায়িকা শাবানা নির্বাচিত ছিলেন। তবে নানা কারণে সিনেমাটি আলোর মুখ দেখেনি।
এখন নতুন করে শাবানার স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক সিনেমাটি পুনরায় নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। তিনি সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন, সিনেমার পরিকল্পনা শুরু হয়েছে এবং এ মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরে সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তবে সিনেমার প্রধান চরিত্রে শাবানাকে দেখা যাবে না বলে জানিয়েছেন ওয়াহিদ সাদিক। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে অবসর নেওয়া শাবানা নিজের আক্ষেপে বলেন, “বেগম রোকেয়া চরিত্রটি না করার দুঃখ মনে থেকেই যাবে।” তার বয়সও বর্তমানে চরিত্রটির জন্য উপযুক্ত নয় বলে তিনি মনে করেন।
সুভাষ দত্তের ছেলে শ্রাবণী দত্ত জয়া বলেন, “আমার শ্বশুর বেঁচে থাকলে ছবিটি বানাতে পারলে হয়তো এটি তার জীবনের শেষ ছবি হত।” বেগম রোকেয়ার অবদানকে সেভাবে তুলে ধরার জন্য বর্তমানে সিনেমাটির নির্মাণ প্রয়োজনীয় বলে মনে করেন তিনি।
এখন দেখা যাক, ‘বেগম রোকেয়া’ চরিত্রটি কাকে নেবে এই নতুন সিনেমায়, আর সিনেমাটির নির্মাণ কবে আলোর মুখ দেখবে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :