একাকিত্ব মানেই কি বিষণ্ণতা? মোটেও নয়। বরং একা থাকার মধ্যেও লুকিয়ে আছে নির্ভেজাল স্বাধীনতা, নিজের মতো করে বেঁচে থাকার আনন্দ। সম্পর্কের টানাপড়েন, কৈফিয়তের দায়বদ্ধতা থেকে মুক্ত হয়ে, কারও প্রত্যাশায় আটকে না থেকে, একা জীবনকে উপভোগ করার দিন আজ। সিঙ্গেল ডে – একা থাকার দিন, যেটা চীন থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।
একাকিত্বের অনুভূতিকে উদযাপনের এক বিশেষ দিন ১১ নভেম্বর, যেটি চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর হাত ধরে শুরু হয়েছিল ১৯৯৩ সালে। সম্পর্কের দোলাচলে ব্যর্থ বা একাকীত্বে যারা সান্ত্বনা খুঁজেছেন, তাদের জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিই এই দিনটির অনুপ্রেরণা। ১১-১১ তারিখটি চারটি এককের প্রতীক। একক মানুষ, কিন্তু সম্মিলিত এক শক্তি।
এখন সারা বিশ্বের সিঙ্গেল মানুষরা নিজেদের একাকিত্বকে সেলিব্রেট করেন এই দিনটিতে। বন্ধুদের সঙ্গে উদযাপন, মজায় মেতে ওঠার উৎসব হয়ে ওঠে সিঙ্গেল ডে। ভালোবাসার কাঙালির মতন নয়, বরং স্বাধীনতায় উড়ন্ত ঘুড়ির মতো একা জীবনের আনন্দ খুঁজে নেওয়ার নতুন এক উপলক্ষ, একা থাকার এই দিবসটি।
যারা জীবনকে বিনা বাধায় উপভোগ করছেন কিংবা প্রথাগত প্রেমের শৃঙ্খলে বাঁধা পড়তে চান না, তাদের জন্যই আজকের এই দিন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :