বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের কোনো স্থান নেই বলে ঘোষণা করেছেন আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা সবাই ভাই ভাই। বাংলার জমিনে ফ্যাসিবাদের ঠাঁই নেই। স্বৈরাচারী সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না।”
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত করবেন না। আমরা দেশের জন্য ঐক্যবদ্ধ আছি। নতুন প্রজন্মের হাত ধরেই বাংলাদেশের নতুন সূচনা হতে চলেছে।”
মাদানী অভিযোগ করেন, তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে এবং ওয়াজ মাহফিলে নিষিদ্ধ করা হয়েছে। তিনি দাবি করেন, “আমি এই সরকারকে মানি না। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এটি আল্লাহর ফয়সালা।”
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, “আপনারা শহীদ ছাত্র-জনতার রক্তের ঋণ বহন করছেন। আওয়ামী লীগ এবং ভারতের প্রতি কোনো দরদ দেখানোর প্রয়োজন নেই। দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের পালস ভারতবিরোধী। আমাদের দেশে ফ্যাসিবাদ, আওয়ামী লীগ ও ভারতের হস্তক্ষেপ বরদাশত করা হবে না।”
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :