সর্বশেষ :

বগুড়া জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন তামিম ইকবাল


জাহিদ, বগুড়া
নভেম্বর ১০, ২০২৪ । ১:৩৮ অপরাহ্ণ
বগুড়া জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন তামিম ইকবাল
সংগৃহীত ছবি

দীর্ঘ ১৮ বছর পর চালু হলো বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম। রবিবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল, তামিম ইকবাল ও সাথে থাকবেন সাবেক ফুটবল দলের অধিনায়ক আমিনুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান ১১ টায় শুরু হওয়ার কথা থাকলেও না না কারণে সেটি পিছিয়ে এক ঘন্টা পর শুরু হয়। প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি পর্ব আরম্ভ করেন। এর আগে সকাল থেকে বিভিন্ন দর্শকেরা মাঠে প্রবেশ করেন। যদিও বা প্রথম ম্যাচের টিকিট কোন ব্যবস্থা করেননি ফ্রিতে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হয়। জাতীয় সংগীত পরিবেশন এর পর ও সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন তামিম ইকবালসহ উপস্থিত সকল অতিথিবৃন্দ। বক্তব্য শেষে বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা শুরু করেন। এরপরে শহীদ চন্দ্র স্টেডিয়ামে একটি সুন্দর ডিসপ্লের মাধ্যমে খেলা শুরু হয়।

উল্লেখ্য, গত ২০০৬ সালের জানুয়ারিতে মাসে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায় এই বগুড়া স্টেডিয়াম। ভেনুর স্বীকৃতি পাওয়ার পর একদিনে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়েছিল ৫ টি, এর মাঝে ৪ টি ম্যাচেই জিতে ছিলেন বাংলাদেশ। এরপর ২০০৬ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের পর এখানে আর কোন আন্তর্জাতিক ম্যাচ হয়নি।

২০২৪ সালের গণঅদ্ভুত্থানের পর নতুন রূপে ফিরে পায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম টি। ১৮ বছর পর তারকাদের হাতের ছোঁয়ায় চালু হতে যাচ্ছে শহীদ চান্দু স্টেডিয়াম। রোববার থেকে শুরু হল জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী এই প্রথম দিনেই মুখোমুখি হল রাজশাহী লাল ও রাজশাহী সবুজের দল।

এর আগে, গত শনিবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রেস ব্রিফিংয়ে আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু জানান, সারাদেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্ণামেন্টে অংশ নিচ্ছে। টি-টুয়েন্টি ফরমেটের এই টুর্ণামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, উদ্বোধনী ম্যাচটি বেসরকারি টেলিভিশন টি-ষ্পোর্টস সরাসরি সম্প্রচার করবে বলে। শেষে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে বগুড়ার চান্দু স্টেডিয়ামে শিশুদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী করা হয়।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০