তামিল চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা দিল্লি গণেশ আর আমাদের মাঝে নেই। গতকাল (৯ নভেম্বর) রাত ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। আজ (১০ নভেম্বর) চেন্নাইয়ের রামাপুরমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
অভিনেতার পরিবার এক বিবৃতিতে তাঁর মৃত্যু নিশ্চিত করে জানিয়েছে, “আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের পিতা মিঃ দিল্লি গণেশ ৯ নভেম্বর রাতে প্রয়াত হয়েছেন।” দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা।
১৯৪৪ সালে জন্ম নেওয়া দিল্লি গণেশ ১৯৭৬ সালে পরিচালক কে. বালাচান্দরের ‘পাটিনা প্রভেসাম’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে চার দশকেরও বেশি সময় ধরে তামিল, তেলেগু এবং মালয়ালম ভাষায় ৪০০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করে তিনি দক্ষিণ ভারতীয় সিনেমায় এক স্থায়ী ছাপ রেখে গেছেন।
তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘নায়কান’ (১৯৮৭), ‘মাইকেল মাধনা কামা রাজন’ (১৯৯০), ‘অপূর্ব সগোধরারগাল’ (১৯৮৯), ‘আহা..!’ (১৯৯৭), এবং ‘থেনালি’ (২০০০)। এছাড়া, তিনি বেশ কিছু টেলিভিশন সিরিজ এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন।
১৯৭৯ সালে ‘পাসি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করেন, এবং ১৯৯৪ সালে শিল্পকলায় শ্রেষ্ঠত্বের জন্য কালাইমামানি পুরস্কারে ভূষিত হন। দিল্লি গণেশ রজনীকান্ত, কমল হাসান এবং বিজয়কান্তের মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন এবং খলনায়ক, বন্ধু এবং বাবার চরিত্রে বিশেষভাবে পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে তামিল চলচ্চিত্র জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন তাঁর সহকর্মী ও ভক্তরা, যারা তাঁর অসামান্য অবদানকে স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :