আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে খেলা হবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ’ থেকে এ ঘোষণা দেন তিনি।
বেলা সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ শুরু হয়।
মঞ্চে উপস্থিত হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা প্রস্তুত আছি, ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে মোকাবিলা করতে। নিজেদের ঐক্য অটুট রাখতে হবে। আমরা খেলব শুধু ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সঙ্গেই।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমও মঞ্চে উপস্থিত ছিলেন এবং নেতাকর্মীরা এসময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মঞ্চে কবিতা আবৃত্তি করে প্রতিবাদের শক্তি জাগ্রত করেন সারজিস আলম, যিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আরমানুল হক বলেন, “বাংলাদেশের মূল সমস্যা রাষ্ট্রীয় কাঠামোয়, যা পরিবর্তন করতে হবে। এ কাঠামোতে যে ক্ষমতায় যায়, সেই হয়ে ওঠে ফ্যাসিস্ট।”
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :