সর্বশেষ :

শান্তর পর মাহমুদউল্লাহর বিদায়, ছন্দপতন বাংলাদেশের


অনলাইন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৪ । ৭:২৩ অপরাহ্ণ
শান্তর পর মাহমুদউল্লাহর বিদায়, ছন্দপতন বাংলাদেশের
সংগৃহীত ছবি

সিরিজে টিকে থাকার লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম দারুণ শুরু এনে দিলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন তামিম। মাত্র ১৭ বলে ২২ রান করে গজানফরের বলে আউট হন এই বাঁহাতি ব্যাটার, প্রথম উইকেট হারায় বাংলাদেশ দলীয় ২৮ রানে।

তিনে নেমে সৌম্য ও শান্ত মিলে ইনিংস গড়ে তুলতে থাকেন এবং তাদের ৭১ রানের পার্টনারশিপে স্কোর এগোতে থাকে। কিন্তু ফিফটির আক্ষেপে থামতে হয় সৌম্যকে। রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। তবে নাজমুল হোসেন শান্ত ৭৫ বলে ফিফটি তুলে নিয়ে দলের দায়িত্ব নিয়ে ব্যাট চালিয়ে যান। তাকে যোগ্য সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ পৌঁছে যায় ১৫০ রানের ঘরে।

কিন্তু এরপর থেকেই শুরু হয় ছন্দপতন। মিরাজ ৩৩ বলে ২২ রান করে আউট হলে চাপ বাড়ে দলের ওপর। শান্ত পিচে লড়াই চালিয়ে গেলেও ১১৯ বলে ৭৯ রান করে বাউন্ডারিতে ধরা পড়েন। তারপরেই নবম বলে মাত্র ৩ রান করে আউট হন অভিজ্ঞ মাহমুদউল্লাহ।

দ্রুত ১১ রানের ব্যবধানে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা চাপে পড়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৮৭ রান, ক্রিজে আছেন জাকের আলী (২) এবং মাসুম আহমেদ (১) রান নিয়ে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০