সর্বশেষ :

মুম্বাইয়ে শুটিংয়ে আহত শাকিব খান


অনলাইন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৪ । ৬:২৯ অপরাহ্ণ
মুম্বাইয়ে শুটিংয়ে আহত শাকিব খান
সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। শুটিং চলাকালীন একটি দৃশ্যে দরজা খুলতে গিয়ে দুর্ঘটনাবশত চোখের ঠিক ওপরে আঘাত পান তিনি। সিনেমার পরিচালক মেহেদী হাসান নিশ্চিত করেছেন, শাকিবের কপালের ওপরের অংশে আঘাত লেগে ভ্রুর কিছু অংশ কেটে গেছে।

দ্রুত শাকিব খানকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসকরা জানান, তার আঘাত গুরুতর নয় এবং ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসার পর রাতেই শুটিং ফ্লোরে ফিরে আসেন শাকিব খান।

পরিচালক মেহেদী হাসান বলেন, “দৃশ্যটি ছিল দরজা খুলে শাকিব ভাই বের হয়ে যাবেন। প্রস্তুতি নেওয়া হলেও হঠাৎ দরজার সঙ্গে ধাক্কা লেগে কপালে আঘাত পান তিনি। আমরা সঙ্গে সঙ্গেই শুটিং বন্ধ করে তাকে হাসপাতালে নিয়ে যাই।”

চিকিৎসা শেষে সন্ধ্যায় শাকিব খান শুটিংয়ে ফিরেছেন এবং রাত ১২টা পর্যন্ত কাজ চালিয়ে গেছেন। ‘বরবাদ’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন ‘প্রিয়তমা’ ছবির আলোচিত অভিনেত্রী ইধিকা পাল। অ্যাকশন ও রোমান্সে ভরপুর এই ছবিটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০