জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল। ১০ নভেম্বর সকাল সাড়ে ১১টায় শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল ও তামিম ইকবাল এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।
এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের একজন প্রতিনিধি উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন। উদ্বোধনী খেলায় সবুজ দল ও লাল অংশ গ্রহন করবে।
শনিবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রেস ব্রিফিংয়ে আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু জানান, সারাদেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টি-টুয়েন্টি ফরমেটের এই টুর্নামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
শনিবার বিকাল ৪ টায় শহীদ চন্দ্র স্টেডিয়ামের প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মাঝে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব দেবব্রত পাল, টুর্নামেন্টের উপদেষ্টা মীর শাহে আলম, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সবুজ দলের টীম লিডার শাহীন শওকত,
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও লাল দলের টীম লিডার রেজাউল করিম বাদশাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচটি বেসরকারি টেলিভিশন টি-ষ্পোর্টস সরাসরি সম্প্রচার করবে বলে আয়োজকরা জানিয়েছেন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :