সর্বশেষ :

ভুয়া প্রযোজকের ফাঁদে অভিনেত্রী, হোটেলে নিয়ে প্রতারণার চেষ্টা


অনলাইন ডেস্ক
নভেম্বর ৮, ২০২৪ । ৩:৩৭ অপরাহ্ণ
ভুয়া প্রযোজকের ফাঁদে অভিনেত্রী, হোটেলে নিয়ে প্রতারণার চেষ্টা
সংগৃহীত ছবি

বিনোদন দুনিয়ায় প্রতারণার ঘটনা নতুন নয়। এবার টালিউড অভিনেত্রী মৌমিতা পণ্ডিত শিকার হলেন এমনই এক জালিয়াতির।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নামী প্রযোজক শ্রীকান্ত মোহতার নামে ফেসবুক প্রোফাইল থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাকে কাজের প্রস্তাব দিয়ে প্রতারণার চেষ্টা করা হয়।

মৌমিতা বলেন, একটি ভুয়া প্রোফাইল থেকে শ্রীকান্ত মোহতা পরিচয়ে তাকে ফোন করে কাজের প্রস্তাব দেওয়া হয়। মেসেঞ্জারে হিন্দিতে কথা বলা এক ব্যক্তি নিজেকে প্রযোজক পরিচয় দিয়ে তাকে একজন কাস্টিং ডিরেক্টরের সঙ্গে দেখা করতে বলেন। এরপর সিড নামের এক ছেলের সঙ্গে মৌমিতার দেখা হয়, যিনি তাকে রাস্তার পাশে গাড়িতে বসিয়ে গল্প শোনান এবং একটি চুক্তিপত্রে সই করান।

সবকিছু ঠিক থাকলেও পরিস্থিতি আরও জটিল হয় যখন অডিশনের জন্য তাকে একটি নিকটবর্তী হোটেলে নিয়ে যাওয়া হয়। মৌমিতা বুঝতে পারেন যে কিছু অস্বাভাবিক ঘটছে, তাই তিনি হোটেল থেকে বের হয়ে অডিশনের ভিডিও পরে পাঠানোর কথা জানান। তবে সেখানেই শেষ নয়; পরবর্তীতে ভুয়া প্রোফাইল থেকে তাকে ৭ হাজার ৫০০ টাকা পাঠানোর জন্য কিউআর কোড এবং ইউপিআই আইডি পাঠানো হয়।

অভিনেত্রী টাকা দিতে অস্বীকার করলে হুমকি দেওয়া হয় যে, তার ক্যারিয়ারের ক্ষতি করা হবে। পুরো বিষয়টি বুঝে ওঠার পর মৌমিতা দ্রুত পুলিশের কাছে অভিযোগ জানান। টালিউডে ‘কণ্ঠ’ ও ‘সূর্য’ ছবিতে কাজ করা মৌমিতা এ ঘটনায় অভিনেত্রীদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, কারণ ইন্ডাস্ট্রিতে প্রযোজনা সংস্থাগুলো সাধারণত অফিসেই কাজ সংক্রান্ত আলোচনা করে থাকে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০