তরুণ প্রজন্মের জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী জানালেন সুখবর। প্রথমবারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে এ খবরটি নিশ্চিত করেন ফাহিম।
স্ট্যাটাসে ফাহিম লেখেন, “আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তায়ালা আমাকে একটি জান্নাত দিয়েছেন। সবাই আমার মেয়ে ও তার মা মাঞ্জিয়ার জন্য দোয়া করবেন।”
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ফাহিম ও তার নবজাতক কন্যার একটি ভিডিও ভাইরাল হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় তার কন্যা। একমাত্র মেয়েকে কোলে নিয়ে ফাহিমের উচ্ছ্বাস ও আবেগমাখা আনন্দঅশ্রু ভক্তদের মন ছুঁয়ে গেছে।
ব্যক্তিজীবনে ফাহিম ও মাঞ্জিয়া দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ককে বিয়েতে পরিণত করেন। এবার তাদের জীবনের সেই সম্পর্ক নতুন এক পর্যায়ে পৌঁছালো কন্যাসন্তানের আগমনে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :