জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। আয়োজিত এই টুর্নামেন্টে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জাতীয় দলের প্রখ্যাত ক্রিকেটার তামিম ইকবাল এবং সাবেক তারকা মোহাম্মদ আশরাফুল উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে আমিনুল হক বলেন, “স্বাধীন বাংলাদেশে ক্রিকেটের প্রসার ও উন্নতির সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। তার সময়ে ১৯৭৭ সালে এমসিসি দলের বাংলাদেশ সফরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম পদক্ষেপ শুরু হয়েছিল। এই টুর্নামেন্ট সেই ইতিহাসের ধারাবাহিকতার প্রতীক।”
আমিনুল আরও উল্লেখ করেন, তারা খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখতে চান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ক্রীড়াঙ্গনকে প্রভাবিত করেছে বলে তিনি অভিযোগ করেন এবং বলেন, “আমরা দেশের ক্রিকেটের সোনালী দিন ফিরিয়ে আনতে চাই।”
এই টুর্নামেন্টের প্রথম পর্বে ২০টি দল দেশের ১০টি ভেন্যুতে প্রতিদ্বন্দ্বিতা করবে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধনী খেলা শুরু হবে এবং পরবর্তীতে ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও ঢাকার (সিটি ক্লাব গ্রাউন্ড) ভেন্যুতে খেলাগুলি অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের খেলা শেষ হবে ২০ ডিসেম্বর এবং মূল পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি থেকে।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মশতবার্ষিকীর স্মরণে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের সদস্য সচিব দেবব্রত পাল জানিয়েছেন, টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটারদের ক্লাব বা বিভাগীয় কর্তৃপক্ষের কোনো প্রয়োজনে দ্রুত ছাড় দেওয়ার ব্যবস্থা থাকবে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :