সর্বশেষ :

উসকানিমূলক মন্তব্যে বিতর্ক, মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা


অনলাইন ডেস্ক
নভেম্বর ৮, ২০২৪ । ৩:২০ অপরাহ্ণ
উসকানিমূলক মন্তব্যে বিতর্ক, মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা
সংগৃহীত ছবি

টলিউড ও বলিউডের বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে মামলা দায়ের হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) কলকাতার বউবাজার থানায় মিঠুনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়, যেখানে তার সাম্প্রদায়িক মন্তব্যের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির একটি সভায় দেওয়া এই বক্তব্যের পর মিঠুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগকারীর নাম নিরাপত্তার কারণে গোপন রাখা হয়েছে।

অভিনেতা মিঠুন, যিনি সিনেমায় সাহসী সংলাপের জন্য পরিচিত, বাস্তবজীবনে তার রাজনৈতিক বক্তব্যে বিতর্কে জড়িয়ে পড়েছেন।

বিজেপির সেই সভায় মিঠুন বলেছিলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বলছি, যা করতে হয় সব করব। এসবের পেছনে অনেক অর্থ লুকিয়ে রয়েছে।”

তিনি আরও বলেন, “কেউ যেন মনে না করেন, আমরা পিছিয়ে আছি। মাটিতে গেঁথে দেওয়ার মতো কর্মী চাই যারা বুক চিতিয়ে আমাদের জন্য লড়বে।”

মিঠুনের এই বক্তব্যে ভোটারদের মধ্যে হিন্দু-মুসলিম বিভাজনের প্রসঙ্গ উল্লেখ করা হয়, যেখানে তিনি অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরেন এবং সাহসী কর্মী চাই বলে নিজের প্রত্যাশা জানান। তার এ ধরনের মন্তব্যকে কেন্দ্র করেই এফআইআর দায়ের করা হয়েছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০