সর্বশেষ :

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান


অনলাইন ডেস্ক
নভেম্বর ৮, ২০২৪ । ৩:২৬ অপরাহ্ণ
অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান
সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে ২ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ৯ উইকেটের ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল।

শুক্রবার (৮ নভেম্বর) টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া পাকিস্তানের বোলিং তোপে মাত্র ১৬৩ রানে অলআউট হয়ে যায়। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ১৪১ বল এবং ৯ উইকেট হাতে রেখে সহজেই জয় তুলে নেয়।

পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শাফিক শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন। সাইম আইয়ুব ৫২ বলে ফিফটি পূর্ণ করেন এবং পরে ৭১ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে ক্যাচ আউট হন। অপরপ্রান্তে থেকে শাফিক ৫৭ বলে ফিফটি করেন এবং শেষ পর্যন্ত বাবর আজমের সঙ্গে জুটি গড়ে ৬৯ বলে অপরাজিত ৬৪ রান করেন।

এর আগে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। জ্যাক ফ্রেসার ম্যাকগ্রাক ১৩ ও ম্যাথিউ শট ১৯ রান করে আউট হন। স্টিভেন স্মিথ সর্বোচ্চ ৩৫ রান করেন, তবে তার চারপাশে একের পর এক উইকেট পড়ে যাওয়ায় দল বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়।

পাকিস্তানের হয়ে হারিস রউফ ছিলেন বিধ্বংসী, যিনি একাই শিকার করেন ৫ উইকেট। শাহিন আফ্রিদি পান ৩টি উইকেট, আর নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইন নেন ১টি করে উইকেট।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০