২০২৫ সালে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসতে পারেন বলে জানা গেছে। তিনি স্কোয়াড জোটের রাষ্ট্রনেতাদের সম্মেলনে আমেরিকার প্রতিনিধিত্ব করবেন বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চীনের আগ্রাসন ঠেকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে ভারতকে বাদ দিয়েই “স্কোয়াড” জোট গঠন করেছিল। তবে ট্রাম্পের উপস্থিতি প্রমাণ করবে যে ভারতকে কেন্দ্র করে স্কোয়াডের গুরুত্ব বাড়ছে এবং চীনকে প্রতিহত করার উদ্দেশ্যে নয়াদিল্লির সঙ্গেই এগোতে আগ্রহী ট্রাম্প।
আগামী বছর ভারতে এই স্কোয়াড সম্মেলন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন হওয়ার কথা থাকলেও রাষ্ট্রনেতাদের সূচির জটিলতার কারণে তা নিউইয়র্কে স্থানান্তরিত করা হয়। এই কারণে আগামী বছর স্কোয়াড সম্মেলনটি ভারতে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সূত্র জানায়, সম্মেলনে ট্রাম্প আমেরিকার প্রতিনিধিত্ব করবেন। তবে সম্মেলনের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। কোভিড-১৯ অতিমারীর পর থেকে এই সম্মেলন কখনও মে মাসে, আবার কখনও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়ে আসছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :