নানা কর্মসূচির মধ্য দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম হায়দার আলীর পরিচালনায় দিবসটি উপলক্ষে সিরাজদিখান উপজেলা বিএনপির উদ্যোগে র্যালি, সমাবেশ, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে।
সিরাজদিখান উপজেলা বিএনপির র্যালি-পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল। ৩ থেকে ৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশে এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত অবস্থা বিরাজ করছিল। হুমকির সম্মুখীন হয়ে পড়েছিল আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব। সেদিন সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা।
সাধারন সম্পাদক এম হায়দার আলী বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এ দিনে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন সকল ষড়যন্ত্র রুখে দিতে। ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার, মোয়াজ্জেম হোসেন বাবুল, মোঃ খিজির চৌধুরী, মাসুম রশিদ মাসুদ, আব্দুল লতিব, হাজী নূর হোসেন,হাজী আমিন উদ্দিন, মোঃ নাছিম খান, মোঃ নাজমূল, ছিদ্দিক মোল্লা, মোস্তাফিজুর রহমান রিপন, ইয়াছিন সুমন, শাহাদাৎ শিকদার, প্রিন্স নাদিম,মোঃ সাফকাত হোসেন রকি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :