সর্বশেষ :

সাতক্ষীরায় রিসোর্টে ভ্রাম্যমান আদালতের অভিযান


বরুণ, সাতক্ষীরা
নভেম্বর ৭, ২০২৪ । ৮:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় রিসোর্টে ভ্রাম্যমান আদালতের অভিযান
সংগৃহীত ছবি

সাতক্ষীরার শহরতলীর বিনেদোন কেন্দ্র মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস অভিযানের নেতৃত্বে দেন। এসময় তারা বিভিন্ন স্পর্ট ঘুরে দেখেন এবং কর্তপক্ষকে বিভিন্ন নির্দেশনা দেন।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, সম্প্রতি মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টের পরিবেশ নিয়ে নানা ধরনের অনৈকতার খবর চাউর ছিল।

পার্কের মধ্যে প্রকাশ্য অনৈতিক কার্যকলাপ হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আপত্তিকর কিছু পাওয়া যায়নি। তারপরও ভবিষ্যতে যেন আপত্তিকর ঘটনা না ঘটে সেজন্য কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বলেন, পুলিশ সুপারের নির্দেশে পুলিশের পক্ষ থেকে আমি কয়েকবার মোজাফফর গার্ডেনে গিয়েছি। পার্কের ভিতরে সিসিটিভি ক্যামেরা বসানোসহ তাদেরকে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া অপীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে তৎপরতা বাড়ানো হয়েছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০