সর্বশেষ :

সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩


বরুণ, সাতক্ষীরা
নভেম্বর ৭, ২০২৪ । ১২:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
প্রতীকী ছবি

সাতক্ষীরা খুলনা মহসড়কে ট্রাক ও মোটরসাকেল সংঘর্ষে চালক সহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে মহাসড়কের বিনেরপোতা নামক স্থানে মর্মান্তিক এদূর্ঘটনা ঘটে।

নিহতরা হল, সাতক্ষীরা সদরের মাধবকাটি এলাকার আকবার ইসলামের ছেলে আরিজুল ইসলাম (২৮), তালা উপজেলা সুজনশাহ এলাকার আজিজ সরদারের ছেলে, সেলিম সরদার (৩৫) জেটুয়া গ্রামের মৃত শামসুর রহমান ফকিরের ছেলে,মোঃ আসাদ ফকির (৪৫ )।

স্থানীয়রা জানায়, ভোরে মোটরসাইকেল চালক দুজন আরোহীকে নিয়ে সাতক্ষীরার দিকে আসছিলেন। পথিমধ্যে বিনেরপোতা এলাকায় আসলে খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকটি তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ দুজন আরোহী মারা যায়। পরে পুলিশ এসে নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক বিশ্বজিৎ কুমার জানান, নিহতদের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় থানা মামলার প্রস্তুতি চলছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০